বৃহস্পতিবার, ২৮ আগষ্ট ২০২৫

হোয়াইটওয়াশ করতে পারল না পাকিস্তানকে

Author avatar
Khobor@78680

শুক্রবার, জুলাই ২৫, ২০২৫

হোয়াইটওয়াশ করতে পারল না পাকিস্তানকে

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে পারল না স্বাগতিক বাংলাদেশ।

সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে পাকিস্তানের কাছে ৭৪ রানে হেরেছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ যথাক্রমে ৭ উইকেটে ও ৮ রানে জিতে আগেই সিরিজ জয় নিশ্চিত করেছিল টাইগাররা। তৃতীয় ম্যাচ হেরে যাওয়ায় পাকিস্তানকে প্রথমবারের মত হোয়াইটওয়াশের সুযোগ হাতছাড়া করল লিটন দাসের দল।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে পাকিস্তান। ওপেনার শাহিবজাদা ফারহানের হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৭ উইকেটে ১৭৮ রান করে পাকিস্তান। ফারহান ৪১ বলে ৬৩ রান করেন। ৪ ওভারে ৩৮ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সফল বোলার তাসকিন। এছাড়া নাসুম ২২ রানে ২টি এবং শরিফুল ও সাইফুদ্দিন ১টি করে উইকেট নেন।

জবাবে ব্যাটিং ব্যর্থতায় ১৬.৪ ওভারে ১০৪ রানে অলআউট হয় বাংলাদেশ। সালমান মির্জা ৩টি, ফাহিম ও মোহাম্মদ নাওয়াজ ২টি করে উইকেট নেন।